ক্রমিক নং | কি কি সেবা পাওয়া যায় | কি ভাবে সেবা পাওয়া যায় / সেবা পাবার ধরণ | সেবাদানকারী | সেবা পাবার সময় | সেবার মূল্য |
|
০১ | ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্তসরকারী বই | # উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর নিকট প্রধান শিক্ষক / সুপার কে ফেব্রুয়ারি মাসের ০৭ তারিখের মধ্যে চাহিদা পত্র জমা দিতে হয়। # শিক্ষার্থী যে স্বুল/মাদ্রাসায় লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানের প্রধান এর নিকট থেকে শিক্ষার্থী বই গ্রহন করে।
| # উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ও # প্রধান শিক্ষক/ সুপারিনটেনডেন্ট | ২৬ ডিসেম্বর হতে ০১ জানুয়ারী অর্থাৎ ০৭ দিন | কোন টাকা লাগে না |
|
০২ | উপবৃত্তি (কলেজ পর্যায়) | # অধ্যক্ষ সাহেব ও গভর্নিং বডির সদস্য কর্তৃক কলেজ এর প্রতি বর্ষের ৪০% দরিদ্র ছাত্রীদের তালিকা তৈরী করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেন। # তালিকা ঢাকায় পাঠানো হয় এবং চুড়ান্ত অনুমোদিত তালিকা ঢাকা থেকে পুনরায় উপজেলায় পাঠানো হয়। # কলেজ কে নির্ধারিত তারিখ দিয়ে উপবৃত্তি দেয়া হয়। | # উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ও # ব্যাংক ব্যবস্থাপক | ৬ (ছয়) মাস পর পর অর্থাৎ বছরে দুই বার | কোন টাকা লাগে না |
|
০৩ | উপবৃত্তি (স্কুল/মাদ্রাসা পর্যায়) | # প্রধান শিক্ষক/সুপার সাহেব ও ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রতি বছর ১৫ ফেব্রুয়ারির মধ্যে ৩০% দরিদ্র ছাত্রী ও ১০% দরিদ্র ছাত্রের তালিকা তৈরী করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেন। # তালিকা ঢাকায় পাঠানো হয় এবং চুড়ান্ত অনুমোদিত তালিকা ঢাকা থেকে পুনরায় উপজেলায় পাঠানো হয়। # স্কুল/মদ্রাসা কে নির্ধারিত তারিখ দিয়ে উপবৃত্তি দেয়া হয়। | # উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ও # ব্যাংক ব্যবস্থাপক | ৬ (ছয়) মাস পর পর অর্থাৎ বছরে দুই বার | কোন টাকা লাগে না |
|
০৪ | গভর্ণিং বডি গঠন | জেলা প্রশাসক বরাবর প্রিজাইডিং অফিসার চেয়ে আবেদন করতে হয়। মনোনিত প্রিজাইডিং অফিসার নির্বাচনী তফশীল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা বোর্ডে পাঠাতে হয় । বোর্ড কমিটি অনুমোদন দেয়। | # জেলা প্রশাসক # উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। # শিক্ষা বোর্ড | নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পূর্বে কার্যক্রম শুরু করতে হয়। | নির্বাচনী নীতিমালা অনুযায়ী কর্মকর্তাদের সম্মানী প্রযোজ্য |
|
০৫ | ম্যানেজিং কমিটি গঠন | উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রিজাইডিং অফিসার চেয়ে আবেদন করতে হয়। মনোনিত প্রিজাইডিং অফিসার নির্বাচনী তফশীল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা বোর্ডে পাঠাতে হয় । বোর্ড কমিটি অনুমোদন দেয়। | # উপজেলা নির্বাহী অফিসার # উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। # শিক্ষা বোর্ড | নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পূর্বে কার্যক্রম শুরু করতে হয়। | নির্বাচনী নীতিমালা অনুযায়ী কর্মকর্তাদের সম্মানী প্রযোজ্য |